Wednesday 31 August 2022

উটি ভ্রমন গাইড




দুই বা তিন দিনে কি ভাবে উটি ও তার পার্শ্ববর্তি জায়গা ঘুরে দেখবেন, কোথায় থাকবেন ও খরচ কত হতে পারে, তার সম্পূর্ন তথ্য পাবেন। এটি উটি ভ্রমন গাইড, ফলে সমস্ত জায়গা গুলির শুধুমাত্র মূল তথ্য টুকু তুলে ধরব। কোনো জায়গা সম্পর্কে বিশদে জানতে চাইলে সেই জায়গার vlog দেখে নিতে পারেন। লিংক description এ পেয়ে যাবেন।

উটির ভৌগলিক অবস্থান

উটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে নীলগিরি পর্বতমালায় অবস্থিত। উটিকে বলা হয় নীলগিরির রানী। উটি জায়গাটি এতই সুন্দর যে রানী শব্দ টাই সঠিক ভাবে মানায়। দক্ষিণ ভারতের এই শৈল শহর, ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্য অবস্থিত। ৭৩৫০ ফুট বা ২২৪০ মিটার উঁচুতে অবস্থিত এই শহর কিন্তু আমাদের দার্জিলিঙ শহরের চেয়েও বেশ কিছুটা উচুতে অবস্থিত। ফলে সারা বছর এখানে তাপমাত্রা থাকে বেশ ঠান্ডা। গরমে সর্বোচ্চ ২২ ডিগ্রি ও শীতে ০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে। এই ঠান্ডা হওয়া সত্বেও এখানে কিন্তু কখনোই বরফ পড়ে না। তবে বছরের গড় তাপমাত্রা থাকে ১৪ ডিগ্রির আশেপাশে। ফলে এখানে ঘুরতে এলে শীতের পোশাক অবশ্যই আনবেন। 

উটি শহরে কি ভাবে পৌঁছাবেন

কোয়াম্বাটর উটি র সব চেয়ে কাছের শহর। আবার অন্য দিকে মহীশূর থেকেও উটি জায়গা যায়। কোয়াম্বাটর এবং মহীশূর দুটি শহরই রেল পথ ও বিমান পথে কলকাতার সাথে যুক্ত। যদি ট্রেনে আসতে চান তবে বেশ কয়েকটি ট্রেন আসে দক্ষিণ ভারতের এই দুটি শহরে। আমি বলব আপনি যে কোনো এক দিক থেকে উটি এসে অপর দিক থেকে ফিরে যাবার প্ল্যান করুন। 
কোয়াম্বতোর থেকে উটি এর দূরত্ব 86 কিলোিটারের। কয়েম্বাটর থেকে থেকে টয় ট্রেন ধরে উটিতে আসতে পারেন। তবে সময় বাঁচাতে চাইলে গাড়ি বা বাসে করে প্রায় 2-2.5 ঘণ্টায় পৌঁছে যেতে পারেন উটি তে। আবার মহীশূর থেকে উটি এর দুরত্ব প্রায় 125 কিলোিটার। মহীশূর থেকে প্রাইভেট গাড়ি অথবা বাস এ 3-4 ঘণ্টায় পৌঁছে যেতে পারেন উটিতে। পথে পড়বে বান্দিপুর এবং মুদূমালাই টাইগার রিজার্ভ ফরেস্ট যা দেখে নিতে পারেন। মহীশূর থেকে উটি যাবার জন্য বন্দিপুর রিজার্ভ ফরেস্ট এর পরে দুটি রাস্তা আসে। বাস এর রাস্তাটি বেশ চওড়া এবং ভিউ এক কথায় অপূর্ব। তবে দূরত্ব প্রায় 30 কিলোিটার বেশি। এই রাস্তাটি ধরবার জন্য গুগল ম্যাপ এ মহীশুর ও উটির মাঝে টি আর বাজার বাস স্টপ দিয়ে দেবেন। তবে আমি এই রুটটি ধরবার জনই সাজেস্ট করব। রাস্তায় যাবার জন্য   আর এই রাস্তায় বেশ কয়েকটি পয়েন্টে আসবে যা দেখে নিতে পারেন। এর মধ্যে পিকনিক লেক বা টি আর বাজার এর  পাশের বিকালের দৃশ্য যেন শিল্পীর ক্যানভাসে আকা । এই পথেই পড়ে শুটিং পয়েন্ট এবং পাইন ফরেস্ট। ফলে বেশ এই point গুলি এই রাস্তায় যাত্রার সময়ই কভার হয়ে যাবে। অপর রাস্তাটি যায় মাসাইগুড়ি হয়ে, এই রাস্তায় দূরত্ব কম হলেও এখানে পড়ে ৩২ টি হেয়ার পিন বেন্ড যা ভীষণ খাড়াই ও উঁচু। 

কখন আসবেন

উটিতে বছরের যে কোনো সময় আসতে পারেন। তবে মার্চ থেকে সেপ্টেম্বর এখানে বেশ সুন্দর আবহাওয়া পাবেন। আর মে মাস এখানের পিক সিজিন। এই সময়ে দিনের বেলা খুবই আরামদায়ক আবহাওয়া থাকলেও রাত্রে হালকা শীতের পোশাকের প্রয়োজন হবে। মে মাসে এখানে অনেক ধরনের ফুলের শো হয়ে থাকে যা দেখতে অসংখ্য মানুষ এই সময় উটি তে ভিড় জমায়, ফলে এই সময় উটি থাকে ভীষণ ভাবে জমজমাট। অক্টোবর থেকে ফেব্রুয়ারী বেশ ঠাণ্ডা থেকে, কখনো কখনো তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছে চলে যায়। ফলে এই সময় আসলে ঠান্ডার ভারী জিনিস সঙ্গে আনবেন। 

কোথায় থাকবেন

উটি তে পুরো শহর জুড়ে রয়েছে বহু হোটেল। যদি একটু লোকালয়ে হোটেল নিতে চান তবে উটি শহরের বাজারের কাছে থাকতে পারেন। এই জায়গা থেকে উটি বাস স্ট্যান্ড ও রেল স্টেশন কাছে হয়। এখানে মূল বাজার ও আপার বাজার এই দুই জায়গার আশেপাশে আছে বহু হোটেল। এছাড়াও উটি লেকের পাশে রয়েছে অনেক হোটেল। তবে আমি তামিলনাড়ু ট্যুরিজম ডিপার্টমেন্ট এর হোটেল সাজেস্ট করব থাকবার জন্য। আমি নিজে তামিলনাড়ুর যে কোনো জায়গায় ঘুরতে গেলে, থাকবার জন্য এই সরকারি এই হোটেলই আমার প্রথমে পছন্দ। উটি তে রয়েছে এদের দুটি হোটেল, অনলাইনে বুকিং করা যায়। এদের website ডেসক্রিপশন এ দিয়ে দিলাম। এই হোটেল এর রিভিউ পেয়ে যাবেন আমার উটি vlog এ। এছাড়া উটি পৌঁছে সরাসরি হোটেল বুক করতে পারেন অথবা যেকোনো অনলাইন পোর্টাল থেকেও বুকিং করতে পারেন। তবে মে মাসে এখানে এলে আমি সাজেস্ট করব হোটেল বুক করে আসবার জন্য।

উটি কি ভাবে ঘুরবেন

প্রথম দিন

উটি ঘুরবার জন্য অন্তত দুই দিনের প্রয়োজন হবে। প্রথম দিন উটি শহরের মধ্যে ও আশপাশে ঘুরে নিতে পারেন। এই ঘুরবার জন্য উটি taxi স্ট্যান্ড থেকে taxi বা প্রাইভেট গাড়ি ভাড়া নিয়ে নিন। আর যদি এক বা দুই জন থাকেন এবং কম পয়সায় ঘুরতে চান তবে পাবেন টুরিস্ট বাস যা সারা দিনে আপনায় উটি এর অনেক জায়গা ঘুরিয়ে দেখবে। এরা বিভিন্ন দিকের tour করিয়ে থাকে পছন্দ মত জায়গা ঘুরে নিতে পারেন। খরচ পড়বে মাথাপিছু ৩০০-৪০০ টাকা। আর প্রাইভেট গাড়ির ভাড়া সিজীন হিসাবে ওঠানামা করলেও ৪ সিট এর গাড়ি ২০০০-৩০০০ এবং ৭ সিট এর গাড়ি ৩০০০-৪০০০ টাকার মধ্যে হওয়া উচিত। তবে মে মাসে এই ভাড়া বেশ বেশি থাকে। 
উটি শহরের মধ্যে ও আশেপাশের মূল জায়গা গুলি বোটানিক্যাল গার্ডেন, উটি লেক, রোজ গার্ডেন, dodabeta পিক, পাইন ফরেস্ট, হোম মেড চকলেট ফ্যাক্টরি, স্টোন হাউজ প্রভৃতি। প্রতিটি জায়গায় টিকিট কাটতে হবে, মাথা পিছু টিকিট এর দাম 30 থেকে 40 টাকার মধ্যে। ক্যামেরার জন্য আলাদা টিকিট নিতে হবে, স্টিল ক্যামেরার টিকিট 50 টাকা এবং ভিডিও ক্যামেরার জন্য 100-150 টাকার মধ্যে। মোবাইল এর ছবির জন্য কোনো ভাড়া প্রয়োজন নেই।
উটি লেকে বোটিং এর ব্যাবস্থা আছে। বিভিন্ন ধরনের বোট এ আলাদা আলাদা ভাড়া হয়ে থাকে। যা কমবেশি 200 থেকে 800 টাকার মধ্যে হয় প্রতি 30 মিনিটের জন্য। এসব ক্ষেত্রে সিকিউরিটি বাবদ সমান পরিমাণ টাকা জমা রাখা হয়, সময়ের মধ্যে ফিরে এলে জমা টাকা কাউন্টার থেকে ফেরত দেয়া হয়। উটি প্লাস্টিক বর্জিত একটা শহর ফলে এখানে প্লাস্টিকের জলের বোতল সব জায়গায় পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনার কাচের বোতলের জল কিনতে হতে পারে, যার দাম বেশ বেশি।

দ্বিতীয় দিন

পরের দিন সকালে চলে আসুন কুন্নর ঘুরবার উদ্দেশ্য। উটি থেকে কুনুর হেরিটেজ টয় ট্রেন যাত্রা অবশ্যই করবেন। এই যাত্রায় ট্রেনটি বেশ কয়েকটি টানেল এর ভেতর দিয়ে যায় এবং চার দিনের দৃশ্য অতি মনোরম। Irctc থেকে অনলাইনে আগেই টিকিট কিনে নিতে পারেন। প্রথম শ্রেণীর টিকিট পড়বে মাথা পিছু ৩৫০ টাকা ও দ্বিতীয় শ্রেণীর টিকিট ১৫০ টাকা। সকালে ও বিকালে মোট ৪ টি ট্রেন উটি ও কুনুর এর মধ্যে যাতায়াত করে। চেষ্টা করবেন ৯:১৫ মিনিটের ট্রেনে উটি থেকে যাত্রা শুরু করতে যেটি কুনুর পৌঁছায় সকাল ১০:২০ মিনিটে। এরপর কুনুর স্টেশনের বাইরে গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন কুনুর ঘুরবার জন্য। ড্রাইভার এর সাথে কথা বলে নেবেন যাতে বিকালে আপনাদের হোটেলে পৌঁছে দেয়। কুনুর ভ্রমণে এখানের চা বাগানের দৃশ্য অসাধারণ। কুনুর এর মূল জায়গাগুলোর মধ্যে,sims পার্ক, ডলফিন নোস, lambs রক, স্লিপিং লেডি মাউন্টেন, চা চকলেট ও নীলগিরি তেল কারখানা ঘুরে নিতে পারেন। এবং তারসাথে কিছু মশলা, বিভিন্ন ধরনের চা ও নীলগিরি তেল কিনতে পারেন।
কুনুর এ লঞ্চ করে বিকালে উটি ফিরে আসতে পারেন। আর সন্ধায় ঘুরে নিন উটি র বাজার। রাতটা হোটেলে কাটিয়ে সকালে বেরিয়ে পড়ুন পরের জায়গার উদ্দেশ্যে অথবা রাতেই বাস ধরে চলে যেতে পারেন পরের গন্তব্যে।

মোট খরচ

দুটি জনের পরিবারের যেমন খরচ হতে পারে তার একটা হিসাব এখানে দিলাম। ধরে নিচ্ছি আপনি প্রাইভেট গাড়িতে ঘুরবেন এবং মহীশূর বা কয়েম্বাতর পৌঁছানো ও উটি থেকে অন্য জায়গায় যাবার খরচ এখানে বাদ দিলাম।
হোটেল দুই দিন, দিন প্রতি 1500-2500 টাকা। দুই দিনে 3000-5000 টাকা।
মহীশূর থেকে উটি, সাইটসিন সহ 3500 টাকা।
মুদুমলাই সাফারি মাথা পিছু 350 টাকা, বাচ্চাদের বয়স হিসাবে। মোট 700 টাকা।
সাইট সিন প্রায় 10 টি, টিকিট মাথা পিছু প্রায় 300 টাকা। অর্থাৎ মোট 600 টাকা।
উটি এর ভেতরে অটো বা গাড়ি নিয়ে ঘুরতে পারেন, গাড়ি হলে 2000 টাকার মত পড়বে।
টয় ট্রেন এর মাথা পিছু টিকিট 150 টাকা দ্বিতীয় শ্রেণী এবং 350 টাকা প্রথম শ্রেণী। অর্থাৎ মোট 300-700 টাকা।
কুনুর সাইট সিন এর গাড়ি ভাড়া, উটিতে ড্রপ সহ প্রায় 2500 টাকা।
তিন দিনের খাবার এর জন্য দিন প্রতি দুই জন 1000-1300 টাকা, তিন দিনে 3000-4000 টাকা।
প্রাইভেট গাড়ির বদলে বাস নিলে খরচ অনেক টা কম হবে। সেক্ষেত্রে সাইট সিন এর জন্য টুরিস্ট বাসের টিকিট নিতে পারেন, সাধারণত গোটা দিনের খরচ মাথা পিছু 350-400 টাকার মধ্যে পড়ে। হোটেলের থেকে এই বুকিং করাযায় অথবা এই ছবিতে দেয়া নম্বরে ফোন করে নিতে পারেন।

ব্যাঙ্গালোরের সেরা ১০টি ঘুরবার জায়গা, Top 10 tourist places in Bangalore

 ব্যাঙ্গালোর এর সেরা ১০ টি ঘুরবার জায়গাগুলি - লালবাগ বোটানিক্যাল গার্ডেন : এই উদ্যানটি ব্যাঙ্গালোরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। এই উদ্যা...